কষ্টের কবিতা/ আমি একটা দুঃখওয়ালা
আমি একটা দুঃখওয়ালা
দুঃখ কষ্ট কিনি,
যার রিদয়ে যত আছে
সব কুড়ায়ে আনি।
দুঃখ কষ্ঠ থাকলে কিছু
আমায় দিও ভাই,
আমি একটা দুঃখওয়ালা
দুঃখ কিনতে চাই।
দুঃখে আমার জিবন গড়া,
ব্যাথায় আমার রিদয় ভরা।
কিনে নিয়ে যত দুঃখ
সূখি করেছি যারে,
সেতো আমায় কথা দিয়ে
চলে গেছে বহুদুরে।
পৃথিবীতে মানুষ বলতে
আমার মুল্য নাই,
তাইতো আমি দুঃখওয়ালা
দুঃখ কিনতে চাই।
http://fb.com/lovestory.tis
No comments:
Post a Comment